Saturday, April 26, 2014

About Hello Today Facebook Page

আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যা প্রাণপ্রাচুর্যে ভরা, যুক্তিবাদী, মুক্তমনের অধিকারী, হৃদয়বান নাগরিকের বাংলাদেশ। আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস সমৃদ্ধ, সৃষ্টিশীলতায় উদ্দীপ্ত, নিজেদের ভাগ্য গড়ার দৃঢ় প্রত্যয়ে আস্থাশীল নাগরিকের বাংলাদেশ। এই বাংলাদেশে থাকবে না দারিদ্র, থাকবে না ব্যাধি, অপুষ্টি। সমাজ হবে কলুষমুক্ত। সংকীর্ণতা ও স্বার্থপরতার উর্দ্ধে আকাশের মতো হবে উদার। সাম্প্রদায়িকতার বিষবাস্পশুন্য সকল মত, পথ ও বিশ্বাসের অবাধ চারণক্ষেত্র। মিলনের তীর্থক্ষেত্র। অনেক সম্ভ্রম আর অযুত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকায় মোড়া এই বাংলাদেশকে নিয়ে আমাদের যে স্বপ্ন। এর মাটিকে সুরক্ষিত রাখার যে স্বপ্ন। সকলের মাথা উন্নত রাখার যে আকাঙ্খা। সেই আকাঙ্খা আর স্বপ্নকে বাস্তবায়ন করতেই HELLO-TODAY এর পথ চলা। -সম্পাদক

মাটি আর মানুষের দৃঢ়-প্রদীপ্ত শপথ অন্তরে লালিত স্বপ্নবাজ একঝাঁক তুখোড় সংবাদকর্মী নিয়ে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে, সমুদ্রের বিশালতা আর পাহাড়ের মতো মাথা উঁচু করে আমরা সমস্বরে গাইতে চাই- ‘তুমি অন্ন মুখে তুলে দিলে তুমি শীতল জলে জুড়াইলে তুমি যে সকল-সহা, সকল-বহা মাতার মাতা।। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।’ -সম্পাদক


source :

No comments:

Post a Comment